রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সরদারকে (৫১) গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টুর নরোত্তমপুর গ্রামের বাড়িতে বানারীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করে।
রোববার (৩ আগস্ট) সকালে তাকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে পূর্বের দায়েরকৃত একটি মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.