লাকসাম প্রতিনিধি:
কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে ধাক্কা খেয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাই রাজশাহী থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসটি ভোরের দিকে বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটি সড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশে সজোরে আঘাত করে।
হাইওয়ে পুলিশ জানায়, এ সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তবে দুর্ঘটনায় বাসটির সামনের অংশ এবং পল্লী বিদ্যুৎ অফিসের ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.