হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
সম্মেলনে আলোচনা সভা শেষে সরিষাবাড়ী উপজেলা শাখার কমিটির সভাপতি হিসেবে আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এর নাম ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.