মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ ট্রান্সগ্রেশন এনফোর্সমেন্ট সোসাইটি (BTES)-এর মানবতাবাদী টিমে সহ-সভাপতি হিসেবে যোগ দিয়েছেন মোঃ শাকিল মাহমুদ। সংগঠনটি দেশের নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে মানবাধিকারের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
BTES-এর চেয়ারম্যান কাজী মোঃ মাহমুদুল হাসান মাহমুদ এক নিয়োগপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
চেয়ারম্যান বলেন,মানবতার সেবায় শাকিল মাহমুদের অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর সততা, মানবিক চেতনা ও আন্তরিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।”
আজ ১১ অক্টোবর ২০২৫ শনিবার নিয়োগপত্রে উল্লেখ করা হয়,
আজ থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ট্রান্সগ্রেশন এনফোর্সমেন্ট সোসাইটির মানবতাবাদী টিমের একজন সম্মানিত সদস্য। মানবতার কল্যাণে আপনার এই অঙ্গীকার চির অটুট থাকুক।”
বাংলাদেশ ট্রান্সগ্রেশন এনফোর্সমেন্ট সোসাইটি (BTES)
সরকার নিবন্ধিত (S-Act-1860/PRBD) একটি মানবাধিকার ও অপরাধ দমন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট: www.intcehrlabtes.org | ফোন: ০১৭১১-৭৮২৪৩৫
বগুড়া শেরপুরবাসীর পক্ষ থেকে সাকিল মাহমুদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.