হাজী কাজী নজরুল ইসলামঃ
বদনে বার্ধক্য জাঁকিয়া বসিয়াছে
সর্বাঙ্গে বার্ধক্যের চাপ।
এদিকে জিবনের তিন কালের
পেরুলো দ্বিতীয় ধাপ।
তৃতীয়ায় চাঁদের প্রথম তারিখের
দিন গুলি মনে নাই।
তৃতীয় ধাপের চলমান কালেতে
বার্ধক্যের গন্ধ পাই।
তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিছে
আমারই জীবনের সাথে।
কত মিল হলে এই সময়টা আজিকে
লিখাছি এই রাতে।
মরিব বলিয়া যুদ্ধের চিত্রের মহড়ায়
কান পেতে শুনিয়া লই।
জীবনে অনক দূর্যোগের মমতায়
জ্বলা ব্যদনা সই।
নিজেরে আয়নায় বারেক দেখিয়ায়
অতিত কে রিভিউ করি।
বেলা যায় যায়, দেহে রং চমকায়না
বলুন কি ভাবে ধরি।
পুতিন, বাইডেনও বয়সের ভীমরতিতে
মস্তকের ঝামেলায় আছে।
তিন কালের সময় গড়াইয়া দুনিয়ায়
বোমা ফাটাইয়া নাচে।
কাহারে বলিব এই প্রাণের ব্যথাখানি
বক্ষে রহিয়াছে চাপ।
শুখের কপালে দুঃখের আমদানি তে
শরীরে লাগিয়াছে তাপ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.