মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার শেরপুর থানার অভিযানে ১৫টি পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার (০২টি সাজা পরোয়ানা সহ) গ্রেফতার করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় শেরপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা, বগুড়ার একটি আভিযানিক দল এ এস আই মোঃ সোলায়মান হোসেন এর নেতৃত্বে ১৮/০৮/২০২২ খ্রিঃ তারিখ গাজীপুর জেলার চন্দ্রা এলাকা হইতে সন্ধ্যা ০৭ঘটিকার সময় সময় অভিযান চালিয়ে ১৫ টি সি আর পরোয়ানা ভুক্ত (০২টি সাজা পরোয়ানা সহ) একজন আসামিকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামী হলেন বগুড়া শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পুর্বপাড়া খাদ্য গুদাম রোড এলাকার বাসিন্দা সামসুল হকের পুত্র বদিউজ্জামান (বদি)। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান খোন্দকার জানান আসামীকে পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.