মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামে গত ১৭ সেপ্টেম্বর এই ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে শিশু ধর্ষণের ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায়
শেরপুর থানা পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করেন।
মামলা সুত্রে জানা যায়, শিশুটির মা ঘরে তার শিশুকন্যাকে রেখে বাড়ির পাশের চাতালে কাজ করতে যায়, এই সময়ে লম্পট আব্দুল আজিজ ঘরে প্রবেশ করে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার শুনে এবং বিষয়টি টের পেয়ে তার মা পুলিশে খবর দিলে দ্রুত ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আজিজ(৬০)।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান খন্দকার বলেন, আমরা অভিযুক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে আজ সোমবার আসামীকে আদালতে পাঠানো হবে এবং শিশুকন্যাকে ডাক্তারি পরিক্ষার জন্য বগুড়া শমিজেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.