মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে হিট স্ট্রোকে আব্দুস সালাম(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুস সালাম সকালে গরুর ঘাস কাটার জন্য মাঠে যায়। মাঠে প্রচন্ড তাপদাহের মধ্যে কাজ করতে করতে দুপুরে হটাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠের মধ্যে অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মাঠ থেকে নিয়ে এসে মাথায় পানি দিতে থাকে। তার অবস্থা ভালো না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু বরণ করেন তিনি। এব্যাপারে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ বিষয়টি নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.