মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে নিজ বাড়িতে ডেকে ধর্ষণ করার মামলার আসামীকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২ টিম। জানা যায়, গত ১৫ জুন ২০২২ তারিখ বগুড়া জেলার শেরপুর থানার এক গৃহবধুকে মোঃ মন্টু মিয়া (৩৮) তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে । এসময় ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক মোঃ মন্টু মিয়া (৩৮) অতি দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে বগুড়া জেলার শেরপুর থানায় গত ১৬ জুন ২০২২ তারিখে মামলা দায়ের করে (বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-১৮ তারিখ ১৬ জুন ২০২২ইং ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ (সং/০৩) এর ৯ (১) এবং ভিকটিম র্যাব-১২, বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ প্রাপ্তির পর র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প অভিযুক্ত আসামী মোঃ মন্টু মিয়া (৩৮)’কে দ্রæত গ্রেফতার করতে গোয়েন্দ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ০১ জুলাই ২০২২ তারিখে গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ২২.৩০ ঘটিকায় র্যাব-১২,সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মূল আসামী মোঃ মন্টু মিয়া (৩৮), পিতা-মোঃ মমতাজ উদ্দিন, সাং-আমিনপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে বগুড়া র্যাব-১২ এর ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.