মিন্টু ইসলাম শেরপুর(বগুড়া)প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় অজ্ঞাত কোচের ধাক্কায় প্রাণ হারালেন মুন্নাফ (২৯) নামের এক হোটেল বয় যুবক। সে খানপুর ইউনিয়নের চখখানপুর গ্রামের বিলাত হোসেনের ছেলে।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাতটায় মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, নিহত মন্নাফ শাজাহানপুর উপজেলার সৌখিন হোটেলের ওয়ার্ড বয় হিসেবে কাজ করতো। রাতের ডিউটি হওয়ায় বিকেলে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে কাজের জন্য হোটেলে যাচ্ছিল। মির্জাপুর বাজার এলাকায় এসে মহা সড়কের উপরে বগুড়ার তাঁতশিল্প মেলার লটারির টিকিট ক্রয় করে বাক্সে ফেলে ঘুরে উঠার সময় দ্রুতগামী একটি ঢাকাগামী অজ্ঞাত কোচ ধাক্কা দেয়। এসময় মুন্নাফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, ঢাকাগামী অজ্ঞাত কোচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, গাড়িটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.