মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুত্বের বন্ধন ক্লাবের আয়োজনের উদ্যোগে ১৮ জুন মঙ্গলবার রাত ৮ টায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম আবিদ হাসান সুমন। উক্ত শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট খেলায় চারটি দল অংশগ্রহণ করেন, ১,সুঘাট কিংস ম্যান ক্রিকেট একাদশ , ২, ফুলজোড় ড্রামা ক্রিকেট একাদশ, ৩, শরিফ সুঘাট নাইট রাইডার একাদশ,৪, সাতানি ফুলজোড় ক্রিকেট একাদশ। এই চারটি দলের মধ্যে ১০ ওভারের তিনটি ইনিংস অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক রিপনের সঞ্চালনায় খেলা শেষে বিজয়ী সুঘাট কিংস ম্যান ক্রিকেট দলকে প্রথম পুরস্কার দেওয়া হয় এবং রানার্সআপ দল শরিফ সুঘাট নাইট রাইডার ক্রিকেট দলকে ২য় পুরস্কার প্রদান করা হয়। এসময় ঢাকা আইটি ফার্মের সিও' মাহবুবর রহমান রত্ন, আইসিবি ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক আবু তালেব আজম, বন্ধুত্বের বন্ধন ক্লাবের সদস্য মোঃ সোহাগ মিয়া, শাহাবুদ্দিন সৈকত,রুবেল মন্ডল, সেলিম রেজা, আলামিন খন্দকার, সম্রাট সরকার, ছামিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শামীম রেজা, রাসেল রানা, মোঃ কামালসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.