মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গতকাল শনিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা হাইস্কুল পাড়া এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মো. জয়নাল হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৪২) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া শিশুপার্ক এলাকার মৃত চন্দ্রিকা রাজভরের ছেলে সন্তোষ প্রসাদ রাজভর (৩৬)।
শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, ফেন্সিডিল বিক্রি ও বিক্রিতে সহায়তা করার অপরাধে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.