মিন্টু ইসলাম শেরপুর বগুড়া সংবাদদাতাঃ বগুড়ার শেরপুরে সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে কানাই বাসফোর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সাহাপাড়া গ্রামের পরিতোষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কানাই পৌর এলাকার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত পটলা বাসফোর এর ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কানাই বাসফোর পরিতোষ চন্দ্রের বাড়ীতে সেফটি ট্যাংকি পরিষ্কার করতে ট্যাংকির ভিতরে নামে।
এরপর সে ট্যাংকে পড়ে সেখানেই মারা যায়। পরে কানাইয়ের ভাই আনন্দ বাসফোর অনেক খোঁজাখুঁজির পর পরিতোষের বাড়ির ট্যাংকিতে গিয়ে দেখলে সেখানে কানাইয়ের মৃত দেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়।
শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.