মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পুকুরে পানিতে পড়ে ডুুবে সুশীল চন্দ্র বরাতী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার (১৫জুন) বিকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিসাগাড়ী ঠাকুরপাড়া গ্রামের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। পানিতে পড়ে নিহত সুশীল চন্দ্র বরাতী ওই গ্রামের সুনিন্দ্রনাথ বরাতীর ছেলে। এব্যাপারে শেরপুর থানার এসআই মো. সফিকুল ইসলাম জানান, নিহতের লাশ পুকুরে ভেসে উঠলে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে তার মৃতদেহের সুরতহাল করে সৎকারের অনুমতি দেয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.