মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর খাদ্যগুদামের পূর্বপাশ থেকে নবজাতক মেয়ের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাতের কোনো এক সময় পলেথিনে মোড়ানো কাপড় পেঁচিয়ে ওই নবজাতকের লাশটি কে বা কারা সড়কের পাশে ফেলে রেখে যায়। পরদিন স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া মৃত নবজাতকটির পরিচয় মেলেনি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া নিহত শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.