মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামী জুলফিকার আলী সনজু (৫২) কে গ্রেফতার করেছেন। বগুড়া শেরপুরে গত সোমবার ৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত জুলফিকার আলী সনজু শেরপুর উপজেলার ১ নং কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দারুগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
এব্যাপারে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ১৫ নভেম্বর দায়েরকৃত মামলা (জিআর নং ৩১৮) এর এজাহারনামীয় আসামী তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.