মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
তীব্র শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার শেরপুরের শীতার্ত মানুষদের শীতের গরম কাপড় কিনার আগ্রহ বেড়েছে কয়েকগুণ। ৯ ডিসেম্বর সোমবার সরেজমিন গিয়ে দেখা যায় তীব্র প্রবাহ শুরু হয়েছে ফলে শীতের কনকনে ঠান্ডা থেকে বাচতে গরম কাপড় কেনার চাহিদা বাড়ছে। শেরপুর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে ফেরি করে বিক্রি হচ্ছে শীতের বিভিন্ন ধরনের কাপড় ছোট বড় সকলের জন্য। অসহায় দরিদ্র পরিবারের মানুষজনদের জন্য রাস্তার পাশে বিক্রি হওয়া শীতের কাপড় এখন শীতের চাহিদা মেটানোর সম্বল হয়েছে বলে জানালেন ক্রেতা শফিউল ইসলাম। শেরপুর উত্তরাপ্লাজার আসমা ফ্যাশনের কম্বল বিক্রেতা আব্দুর রহমান বলেন শীতের শুরুতে আমাদের কম্বল কম বিক্রি হলেও আজকের শৈত্যপ্রবাহে শীত বাড়ার কারণে বিক্রি বেড়েছে। এছাড়াও শেরপুর পৌর এলাকার বারদুয়ারী হাট, শহরের বিভিন্ন অলিগলিতে গড়ে উঠেছে শীতের পোশাক বিক্রির দোকান বেড়েছে ভিড়। বাসস্ট্যান্ডে অবস্থিত মার্কেটগুলোতে বেড়েছে শীতের কম্বল কাপড়, জ্যাকেট,জুতা কেডস'সহ হরেকরকম শীতের পোশাক। নিত্যপন্যের দাম বৃদ্ধি হওয়ায় মানুষের দৈনন্দিন খরচ বেড়েছে এজন্য চাহিদা থাকলেও এবারকার শীতে কসমেটিক্স পন্য বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.