মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে ধান বোঝাই ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর ঢাকা বয়লার গেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলু রহমান (৫৫) বগুড়া শেরপুর উপজেলার ১ নং কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে। এ ঘটনায় ট্রাকটি রেখে আহত ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, ফজলু রহমান ধান বোঝাই ট্রলি নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক ধরে রাস্তার উল্টো দিক দিয়ে ঢাকা বয়লার এলাকায় পৌছালে বগুড়াগামী ট্রাক নং-ঢাকা মেট্রো ট-১৮-৩৬৫০ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয় এবং ফজলু গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদ রানা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.