মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার (২৭ মে) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা হাটখোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. সিরাজুল ইসলাম সরকার (৪৮) একই এলাকার হবিবর রহমানের ছেলে মো. ওমর ফারুক (২৫), মৃত মজিবর মন্ডলের ছেলে ভুট্টু মন্ডল (৪২), মৃত আব্বাস তালুকদারের ছেলে মো. রইবা তালুকদার (৫৫), মো আবু বক্কর কাজীর ছেলে আনোয়ার কাজী (৪৫), দড়িহাসড়া গ্রামের মৃত দেলোয়ার হোসনের ছেলে ওসমান সরকার (৪১)।
এব্যাপারে শেরপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, তাদের বিরুদ্ধে জুয়াআইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.