মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের করতোয়া নদীতে মিললো এক অজ্ঞাত যুবকের গলিত লাশ। আজ ঈদের আগের দিন ৯ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টায় শেরপুরের করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধ গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। জানা যায়, বগুড়া শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম পূর্বপাড়া এলাকার করতোয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল বেলা নদীর পাড়ে এলাকাবাসী আসলে দুর্গন্ধ পায়। নদীর পাড়ে এসে লাশটি নদীর মাঝে ভাসমান দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের পরনে একটি কালো টি শার্ট ও কালো প্যান্ট পরা আছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে একজন খেলোয়ার। এ বিষয়ে শেরপুর থানার এসআই আবদুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগের লাশ এবং মাথা থেতলে যাওয়া এজন্য চেনা যাচ্ছে না, তাই নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.