মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে আমগাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
জানা যায় শুত্রুবার (৩ জুন) দুপুর ২টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামে এই বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত কলেজ শিক্ষক মো. জাহিদুল আহম্মেদ (৪৮) কালসিমাটি গ্রামের মো. আব্দুল জব্বার মাষ্টারের ছেলে। তিনি কাজীপুর উপজেলার আমিনা মুনসর ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, দুপুরে আমগাছে বাঁশের নড়ি দিয়ে তিনি আম পারছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের মৃত্যুর কোন খবর পাইনি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.