মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: গত ১১ জানুয়ারি ২০২৪ তারিখে দৈনিক জনকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে, বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মোঃ ফেরদৌস মন্ডল অটোরিকশা চালিয়ে তার স্ত্রী সীমানুর খাতুনকে মাস্টার্স পাশ করিয়েছেন এবং অত্যন্ত কষ্টের সাথে দুই সন্তানসহ দিনযাপন করছেন। তাদের এই সংগ্রামের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর দৃষ্টিগোচর হলে মাননীয় প্রধানমন্ত্রী'র সদয় নির্দেশনার প্রেক্ষিতে বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম অদ্য ১৫/০১/২০২৪ খ্রি: তারিখে সীমানুর খাতুনকে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখায় খন্ডকালীন সহকারী শিক্ষক (সাধারণ) পদে চাকরি প্রদান করেন। তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ফ্রিল্যান্সিং করার জন্য তাকে একটি ল্যাপটপ, ঘর মেরামতের জন্য দুই বান্ডেল টিন, ৬০০০ টাকা এবং তার স্বামী মোঃ ফেরদৌস মন্ডলের অটোরিকশা ক্রয়ের ঋণ পরিশোধের জন্য স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৫০০০/- টাকার চেক প্রদান করে তাকে ঋণমুক্ত করেন।
মাননীয় প্রধানমন্ত্রী'র প্রতি শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এই দরিদ্র পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহৎ উদ্যোগের জন্য বগুড়াবাসীর পক্ষথেকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.