মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শেরপুর থানায় গত বছর সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া বিস্ফোরক ও সহিংসতার মামলায় যুবলীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ও দুপুরে শেরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো সীমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের প্রচার সম্পাদক
টাকাধুকুরিয়া গ্রামের মোঃ আল আমিন খান (৩৭), বাংলাদেশ যুবলীগের ভবানীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক
চন্ডিপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক (৪০),ভবানীপুর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, ছোনকা পূর্বপাড়া গ্রামের মোঃ সোহেল রানা (৪৫) ও ভবানীপুর ইউনিয়নের যুবলীগ কর্মী মোঃ শাহ আলম (২৮)।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টা ৫০ মিনিটে সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর ১১টা ৩০ মিনিটে ভবানীপুর ইউনিয়নের দলিল এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.