মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পরকীয়া সন্দেহে এক ব্যক্তির মাথার চুল কেটে দেবার ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), একই এলাকার মৃত আক্কেল মুন্সীর ছেলে আবুল হোসেন (৬০), ও মৃত ফরিদ শেখের ছেলে মিজানুর রহমান মিষ্টার (৪০)।মামলা সুত্রে জানা গেছে, লালমনিরহাটের এক পীরের মুরিদ হাফিজুল ইসলাম (৪১) গত মঙ্গলবার রাতে নওদাপাড়ায় তার ভাগনী কোহিনুরের বাড়িতে বেড়াতে এসে রাত্রিযাপন করে। পরদিন সকালে পরকীয়ার অভিযোগ তুলে এলাকার কতিপয় ব্যক্তি ও ভাগনীর স্বামী সাইফুল মিলে তার মাথার চুল কেটে দেয়। এ ঘটনা তিন জনকে আসামী করে এবং অজ্ঞাত ৭/৮ জনের নামে হাফিজুল মামলা দায়ের করেন। শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারে করে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.