মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করবেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী।
বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাহিদ আল মালেক প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপন করাসহ ২১ শে ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী উপজেলা সদর মডেল স্কুলে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শিশুদের জন্য চিত্রাংকন, ভাষার উপর শিক্ষার্থীদের দুই মিনিটের ভিডিও প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.