মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে জুয়া খেলার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার ১৫ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার একটি ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সবুজ আকন্দ (৩৮), একই এলাকার উকিল শেখের ছেলে রাজু মিয়া (২২), মৃত বেলাল হোসেনের ছেলে মো. আব্দুর রশিদ (২২), কানাইকান্দর গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে সবুজ শেখ (৩২), রহমতপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলাম (১৯), কৃষ্ণপুর যমুনাপাড়ার সাইদুল সরকারের ছেলে মিন্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত ইদল মোল্লার ছেলে মিন্টু মোল্লা (৪০)।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নগদ ১৪ হাজার ৯শ টাকা, দুই সেট তাস ও মোমবাতি উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৬ আগষ্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.