মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ২৫ মে বৃহস্পতিবার বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামুজা গ্রাম থেকে মারিয়া বেগমের (২২) নামের এক ভারসাম্যহীন গৃহবধূর লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। জানা যায়, মারিয়া বেগম উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রামের মো. কাওসার এর স্ত্রী। শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, গৃহবধূর স্বামী পেশায় একজন কৃষক। বুধবার বিকালে গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে যান। পরে বিকাল পৌনে পাঁচটায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, প্রায় ৫ বছর আগে কাওসারের সাথে তার মেয়ে মারিয়ার বিয়ে হয়। মেয়ের স্বামীর বাড়ি তার বাড়ির পাশে। তার মেয়ে অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ের চিকিৎসাও চলছিল। এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.