মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৪ জুন মঙ্গলবার দুপুরে জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার হাপুনিয়া এলাকায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলার মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী কুসুম্বী ইউনিয়নের শ্যাওলাগাড়ি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামীলীগরে ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে শ্যাওলাগাড়ি বাজার থেকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে গ্রেফতার করে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত অধ্যক্ষ আব্দুল মান্নান ও সাবেক ইউপি সদস্য সাগর আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.