মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কষ্টিপাথরের তৈরি দুইটি বিষ্ণু মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগে মো. ফারুক আহমেদ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকস দল বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাইভাই নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাহমিদ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ১ কেজি ওজনের কষ্টিপাথরের ফ্রেমে খোদাই করা একটি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফারুককে আটক করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও প্রস্থ ৩.৫ ইঞ্চি।
গ্রেফতারের পর ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। সেখানে খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। বড় মূর্তিটির দৈর্ঘ্য ২৫ ইঞ্চি (নিচের সূচালো অংশসহ) এবং প্রস্থ ১০ ইঞ্চি।
র্যাব জানায়, উদ্ধারকৃত দুইটি বিষ্ণু মূর্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। বিদেশে পাচারের উদ্দেশ্যে মূর্তিগুলো সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে। গ্রেফতারকৃত ফারুক আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.