মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধি:
৬ সেপ্টেম্বর শনিবার বগুড়ার শেরপুর শহরের বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় শাহী মসজিদে ওলামা পরিষদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন মাওলানা জিয়াউর রহমান সাহেব। এসময় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক শেরপুরে আগামী ২৯ অক্টোরের তারিখ পরিবর্তন করে অন্য ডেট করা হবে, যা পরবর্তীতে জানানো হবে এবং উক্ত মহা সম্মেলন সফল করার জন্য বগুড়া শেরপুরবাসী তথা সকলের সহযোগিতা কামনা করেছেন। আগামী ওলামায়েকেরামের ইসলামী মহা সম্মেলনে দাওয়াতী মেহমানের চয়েস লিষ্ট করা হয়েছে,, তাদের নাম হলো, মুফতী হারুন ইজহার, মাও:শায়েখ আহমাদুল্লাহ, মাও:আলী হাসান উসামা, মাও:কাজী ফজলুল করীম, মুফতী শফি কাসেমী, মাও:আব্দুল হাই সাইফুল্লাহ। উক্ত মহা সম্মেলন উপলক্ষে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পাঁচ সদস্য বিশিষ্ট বক্তা দাওয়াতির জন্য গঠিত কমিটিবৃন্দের নাম হলো, মাও:রাশেদুল ইসলাম, মাও:আব্দুর রহমান মোল্লা,
মা:আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা রাশেদ মির্জাপুর, হাফেজ মাও:দুলাল চান্দাইকোনা, এছাড়াও চার সদস্য বিশিষ্ট রশিদ বই উত্তোলন কমিটি গঠন করা হয় তারা হলেন, মাও:আব্দুর রহিম, হাফেজ আবু রায়হান, মাও:আবরার, মাও:আব্দুল আউয়াল শেরপুরী। ইসলামী মহা সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই আয় ব্যায়ের ক্যাশে চুয়াল্লিশ হাজার সাতশো বিশ টাকা জমা আছে। মাওলানা ইজাজ হুজুরের দোয়ার মাধ্যমে মিটিং সমাপ্ত ঘোষণা করেন। উক্ত মিটিংয়ে শেরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিতি ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.