মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক অটোরিকশা চালক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়েছে। সে খামারকান্দি ইউনিয়নের মনুপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা দেলোয়ার হোসেন ৷
তিনি জানান, গতকাল বুধবার সারাদিন ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। রাত ১০টার দিকে চার্জ শেষ হয়ে গেলে সে বাড়িতে এসে বারান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে যায়। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তখন তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.