মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় গ্রামে ৩০ জুলাই শনিবার বিকেলে বজ্রপাতে ফিজার(৩৬)নামের এক কৃষক নিহত হয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আজহার আলীর ছেলে ফিজার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত বাছেদের মেয়েকে বিয়ে করে ঘর জামাই হিসেবে থাকে। সেখানে সে কৃষি কাজ করতো। ৩০ জুলাই শনিবার বিকেল ৪ টার দিকে বৃষ্টি আসা দেখে ধানের জমির আইল কেটে দিতে যায়। এ সময় আকাশে বজ্রপাত হলে সে তখনই জমির মধ্যেই মারা যায়। পরে অন্য কৃষকরা তার পরিবারে খবর দেয়।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.