মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকার একটি পুকুর থেকে অটোরিক্সা চালক আবু বকর সিদ্দিক (৪০) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন যাবত সে নিঁখোজ ছিলো।
নিহত আবু বক্কর সিদ্দিক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। জানা গেছে তার নিখোঁজ হওয়ার পরে শেরপুর থানায় একটি জিডি করা হয়েছিলো। এরপর শেরপুর থানা পুলিশের অভিযানে অটোরিক্সা উদ্ধার করেছিলো শেরপুর থানা পুলিশ। উদ্ধারকৃত রিক্সায় ব্যাটারি ছিলোনা। কিন্তু ৯ দিন পর পুকুরে মিলল লাশ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.