মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথকভাবে বিজয় মিছিল বের হয়।
পৌর শহরের খেজুরতলা থেকে উপজেলা বিএনপি, বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর বিএনপি, দলীয় কার্যালয় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরশাহ মার্কেটের সামনে থেকে ইসলামী ছাত্রশিবির এবং বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামী ও এনসিপি যৌথভাবে মিছিল বের করে।
মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও এর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীরা বক্তব্য দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.