মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি-
বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর হৃদয় প্রামানিকের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকার ব্রীজের পূর্ব পাশে ভেসে ওঠা অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অষ্ঠম শ্রেণী ছাত্র নিহত হৃদয় রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে হৃদয় প্রামানিক (১৩), নিরব হোসেন (১৪) ও সৌরভ (১৩) নামের তিন কিশোর করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা নিরব ও সৌরভকে উদ্ধার করতে পারলেও হৃদয় নিখোঁজ হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল যুক্ত হয়েও শনিবার সন্ধ্যা পর্যন্ত হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৬টার দিকে অভিযান স্থগিত করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আজ (রবিবার) দুপুরে অভিযান পুনরায় শুরু করলে বেলা সাড়ে ৩টার দিকে ব্রীজের পূর্ব পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, “ আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.