মো ইফাজ খাঁ বিশেষ প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে কাসিমনগর বাজারে সর্বস্তরের আলেম-ওলামাগণ ও তাওহীদ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় গাজা ও রাফায় মানবাধিকার লড়ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে কাসিমনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি (কাসিমনগর) (হবিবপুর) (বহরা) (দেওগাও) হয়ে আবার কাসিমনগরে মিলিত হয় । মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লংঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.