একবার জিজ্ঞাসিলে;প্রেম কি?
বলেছিলাম'প্রেম মানে তুমি আর আমি'
হেসে বলেছিলে তখন প্রেম কি আপেক্ষিক?
আবার বলেছিলাম, প্রেমনা থেকেই কামনা!
এরপর শব্দ করে হেসে বলেছিলে....
প্রেম মানে আকাশে তাঁকিয়ে থাকা
খাঁচা বন্ধি পাখি।
প্রেম মানে,কূলের দিকে আগ্রহে ভেসে বেড়ানো- বৈঠা বিহীন নৌকা।
প্রেম মানে...তুমি আর আমি নই!প্রেম মানে আমার আমিত্বে তোমার পবিত্র সত্তা।
প্রিয়া ফুরিয়ে যাবে,
প্রেম কখনো ফুরিয়ে যায় না।
অতঃপর প্রেমের গ্রহণযোগ্যতা বুঝিয়ে দিতে বিচ্ছেদের সাথে সংসার করেছি আমরা।
অবশেষে জেনে গেছি,ঝরে পড়া প্রতিটি পাখির পালক একদিন উড়তে উড়তে শুকনো অধমৃত পাতার সাথে মিশে গিয়ে পরিণয়ে শেষ হয়!
মোস্তাফিজুর রহমান মাসুদ।
পরিচালকঃ আমরা বইপ্রেমী সংগঠন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.