সেলিম চৌধুরী হীরা:
বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে আয়োজিত ‘আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে কুমিল্লা লাকসামের একজন শিক্ষক পেয়েছেন সম্মাননা।
কুমিল্লার গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ সম্মাননাপ্রাপ্ত সাতজন গুণী শিক্ষকের একজন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের শিক্ষকরা অংশ নেন।
মঞ্চটি সাজানো হয়েছিল ঠিক স্কুলের আদলে শিশুদের খেলা, অ্যাসেম্বলি, জাতীয় সংগীত যেন ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনে সবাইকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও ছিলেন অতিথি আসনে।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দেওয়া হয় ক্রেস্ট, সনদ, উত্তরীয় এবং এক লাখ টাকার চেক।
কুমিল্লা লাকসামের রনজিৎ চন্দ্র দাশ বলেন, এই সম্মাননা শুধু আমার নয়, কুমিল্লার প্রতিটি শিক্ষকের প্রেরণার প্রতীক।
শিক্ষকদের অবদানকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন,
যারা আলো ছড়িয়ে দেন ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি পদক্ষেপে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.