হাজী কাজী নজরুল ইসলামঃ
প্রতিদিন মানুষ মিশিতেছে মাটিতে
সকল চুষে নেয় মাটি।
মাটিই আদি মাটিই পাটি জীবনের
মাটিই বিধাতার খাঁটি।
মাটি ভেদকারী উদ্ভিদের উপকারে
জীবনের পথ চলা।
সে মাটি হতে উর্বরতায় পুষ্টি পেয়েই
বৃক্ষের সফলতা
সাগরের জল বালিতে লুকিয়ে যায়
সময়ে আকাশে খেলে।
বাতাসের গতি ঘুরিয়ে প্যচিয়ে নাচে
আদ্রতা মিশিয়ে গেলে।
হয় মেঘ, গড়ায় বৃষ্টি তে, বজ্রও হয়
বিদ্যুতেরও কারিগর।
রঙধনুর সাত রঙের খেলায় মাতিয়া
ছেড়ে দেয় বসত ঘর।
আর্ণিকগতিতে দিন রাত ঘুরিয়া ভুঁই
রবির পরশে থাকে।
বর্ষের গতির লোভেতে পড়িয়াইতো
যত লোভে লাভ লভে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.