মোশারফ হোসেন, রামগড়
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারী সকালে পিসিএনপির চট্টগ্রামস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মন্ডলীর বৈঠকে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।এতে আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব এস এম মাসুম রানা এবং সাংবাদিক মো. মোক্তাদির হোসেন ও মো. সাহাদাত হোসেনকে সদস্য করা হয়েছে।
পিসিএনপির মহাসচিব মো. আলমগীর কবির জানায় আগামী তিন মাসের জন্য খাগড়াছড়ি জেলা শাখার পিসিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে খাগড়াছড়ি জেলার সকল উপজেলা ও পৌর শাখা সমূহের পূর্ণাঙ্গ গঠন করবে এবং জেলা কমিটির সম্মেলনের আয়োজন করবে।
এদিকে, ঘোষিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন সহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.