মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আবারও নিশ্চিত করা হয়েছে, আসন্ন দ্বাদশ নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে যেকোনো হুমকি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
মিলার আরও জানান, পিটার হাসকে লক্ষ্য করে হামলার হুমকি ও সহিংসতামূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারে কাছে একাধিকবার জানানো হয়েছে। এটি শুধু উদ্বেগেরই নয়, অবশ্যই অগ্রহণযোগ্য।
তিনি বলেন, ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্কের নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য বাংলাদেশ সরকার। তাই যুক্তরাষ্ট্র আশা করে বাধ্যবাধকতার শর্তগুলো মেনে চলবে বাংলাদেশ।
অপর এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তফসিল ঘোষণার পরও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি। স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের জনগণের আকাঙ্খার অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
সূত্রঃ বাংলাভিশন
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.