রায়পুরা সংবাদদাতাঃ
শুকনা খাবার ও পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী পানিবন্দি মানুষদের পাশে দাড়িঁয়েছেন,নরসিংদী জেলার রায়পুরা পৌরসভার বিশিষ্ট ব্যবসায়িক মৃত সুরুজ মিয়ার বড় ছেলে ও সমাজ সেবক এবং গ্রিস প্রবাসী মোঃমনির হুসাইন । বর্তমান বন্যা পরিস্থিতিতে, যেখানে মানুষ খাদ্যের জন্য হাহাকার। সেখানেই পৌঁছে গেছেন প্রথমে সিলেটের সুনামগঞ্জের উপজেলা- বিয়ানি বাজার,ইউনিয়ন -দুবাক
গ্রাম - গয়লাপুর,ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, এ সময় উপস্থিত ছিলেন,তারেক আজিজ। আশিকুল হক অনি, সোহেল রানা,আবুল কালাম আজাদ, মোঃ নিশাত,মোঃ জয়, মোঃ আমিনুল ইসলাম,মোঃ রুহান মিয়া, শ্রাবন, হযরত মাওলানা ফারুক
সাহেব। মিনহাজুল সাহেকিন মুহতামিম (মাধবদী)
মাওলানা নূরু ইসলাম সিনিয়র শিক্ষক গদাইরচর (মাধবদী)কে নিয়ে আজ দেড় হাজার মানুষকে প্যাকেট শুকনা খাবার ও পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে তারা আরো বলেন, আজ আমরা এই অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে আছি। এ বিষয়ে গ্রিস প্রবাসী মোঃ মনির হুসাইনকে সবচেয়ে বড় উৎসাহ দিয়েছেন আমার স্নেহের ছোট ভাই তারেক আজিজ টিভিতে দেখেছে মানুষের কি অবস্থা। আমার স্নেহের ছোট ভাই তারেক আজিজ বলেন, ভাই তুমি এবার মানুষদের পাশে দাঁড়াবে না চলে না আমরা এভাবে মানুষকে খাবার দেই। তাই ছুটে এসেছে রায়পুরা পৌরসভার পক্ষ থেকে এই অসহায় ও পানিবন্দি মানুষের পাশে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.