তেঁতুলিয়া সংবাদদাতাঃ
তেঁতুলিয়া উপজেলায় দাখিল পরীক্ষা চলা কালীন ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার সময় তেঁতুলিয়া উপজেলার কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় তাদের এই জরিমানা করেন। এ সময় অভিযানের নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। মিজানুর রহমান মাগুরমারি চৌরাস্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ভ্রাম্যমান আদালতের বিচারক সোহাগ চন্দ্র সাহা উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই দুই শিক্ষক। একই সাথে কেন্দ্রে তাদের কোন দায়িত্ব না থাকায় পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমান আদালতে তাদের ৫০ হাজার টাকা করে দুই শিক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.