জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সাহেবের পবিত্র বেছালত দিবস ৭ই সফর এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেল বাদ আছর কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির ২ নং মিশন টিম আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
লাকসাম উপজেলা জাকের পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সভায়া মিশন প্রধান বীর মুক্তিযুদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন সাহেব সহ মিশন সদস্যবৃন্দ এবং লাকসাম উপজেলার জাকের পার্টির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উপজেলা সভাপতি নুরে আলম মানিকের সভাপতিত্বে সমাপনী বক্তব্য এবং এক খতম মিলাদ শরীফ পাঠের পর দোয়া ও মুনাজাত করেন মাওলানা মাছুম বিল্লাহ সাহেব। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.