রাজধানীর ভাষানটেকের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারীদের মজুদ করা অন্তত ৩৯ টন চাল ও আটা জব্দ করেছে র্যাব। ন্যায্যমূল্যে বিক্রির এসব পণ্য নিজেদের হেফাজতে গোপনে মজুদ করায় কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত র্যাব-৪ এর একটি দল এই অভিযান চালায়। অভিযানে ঢাকা রেশনিং দপ্তরের কর্মকর্তারাও ছিলেন। গ্রেপ্তার দুইজন হলো- শরিফুল ইসলাম (২১) ও আব্দুর রহিম (৩৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ী এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ২৪ হাজার কেজি চাল, ১৫ হাজার কেজি আটা, একটি মিনি ট্রাক, ওজন পরিমাপক মেশিন ও বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, জব্দ করা চাল-আটার ওজন অন্তত ৩৯ টন। গ্রেপ্তার দুই ব্যক্তি সরকার ঘোষিত ন্যায্য মূল্যের এসব পণ্য চোরবাজারে বিক্রির জন্য মজুদ করেছিল। কীভাবে এসব পণ্য সংগ্রহ করেছে, তা জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ সমকাল
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.