মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর কুমিল্লা জেলার জেনারেল সেক্রেটারি হিসেবে মো. নুরে আলম মানিক পূনঃনির্বাচিত হয়েছেন।
লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম মানিক এর আগেও হিউম্যান রাইটস, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ তিন বছর কুমিল্লা জেলার দায়িত্বে ছিলেন। সৎ ও নির্ভীক একজন মানবাধিকারকর্মী হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে। রাজনৈতিক ও কর্মজীবনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি ইংরেজি দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
হিউম্যান রাইটস, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর কুমিল্লা জেলার জেনারেল সেক্রেটারি হিসেবে তাঁকে পূনঃনির্বাচিত করায় তিনি সংগঠনের কান্ট্রি চেয়ারম্যান সাগরিকা ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.