নীলফামারী প্রতিনিধি:
দিনে দুপুরে দোকানের সাটারের তালা ভেঙ্গে নগদ টাকা,মোবাইলসহ ১২ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে মর্মে অভিযোগ করেছেন
আখতারুজ্জামান লাবু নামের এক ভুক্তভোগী ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী বাজার এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরের খাওয়ার জন্য স্বীয় দোকান বন্ধ করে
বাড়ীতে যান আখতারুজ্জামান লাবু, ওই সময় অজ্ঞাত নামা চোর বা চোরেরা তার
দোকানের সাটারের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় নগদ টাকা মোবাইলসহ প্রায়
১২ লক্ষা ধিকটাকার মালামাল।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আখতারুজ্জামান লাবু জানান, “আমি দুপুরের
খাওয়া করতে বাসায় গেলে, ওই সুযোগে অজ্ঞাত নামা চোর বা চোরের আমার
দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ, মোবাইলসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার বিভিন্ন
মালামাল চুরি করে নিয়ে যায়। শান্তি প্রিয় এ জেলায় এই ধরণের চুরি অনেকটা
ভাবিয়ে তুলছে আমাকে। এ বিষয়ে আমি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ
করেছি”।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.