নিজেস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত দলের সদস্য (৪৫) নিহত হয়েছেন।
সোমবার ভোররাত উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই সময় ডাকাত দল স্বর্ণ ও নগদ টাকা পয়সা নিয়ে পালায়৷
ঘরের মালিক আবদুস সাত্তারের বউ মালেকা বেগম জানান , রাত ৩টার সময় ৪ জন ডাকাত আমার দেওয়ালের বাহিরের গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি আমাকে মারধর করতে থাকে । এক পর্যায়ে আমাকে অস্ত্র উচিয়ে ভয় দেখায়। চিৎকার না দিতে বলে। পরে তারা ঘরের ভিতর ঢুকে নগদ ২ লক্ষ টাকা মূল্যের কানের ও গলার স্বর্ণ নিয়ে যায় । পরে আমি আমার মামাকে ফোন করলে তিনি মসজিদের মাইকে ঘোষণা দেয় । এই সময় এলাকাবাসী বের হয়ে একজনকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় । বাকী ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয় ।
নিহত ওই ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।
এই বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (অফিসার ইনচার্জ) আ স ম আব্দুন নুর বলেন, সকাল ৮ টার সময় স্থানীয়রা থানায় খবর দিলে আমাদের পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.