qবিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত বেরুবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মুকুল কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আজ ১৮/০১/২০২৫ তারিখ ২০.০০ ঘটিকার সময় নাগেশ্বরী থানার এসআই মোঃ মসজিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নাগেশ্বরী থানাধীন বেরুবাড়ী ইউনিয়নের মোবাইল্লের পাড়া, বেরুবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এক ফ্যাসিস্ট ভোট লুটেরা-মোঃ মাইদুল ইসলাম (মুকুল) (৩৩), পিতা - ডাঃ হাসমত আলী, সাং মোবাইলের পাড়া, বেরুবাড়ী, থানা - নাগেশ্বরী, জেলা - কুড়িগ্রাম- *নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরুবাড়ী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক* কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান ফুলবাড়ীর একটা তদন্তাধীন মামলার আসামি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.