নলডাঙ্গা সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে ত্রিমোহনী এলাকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার সঞ্জয় কুমার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৭ টি চায়না দোয়ারি / ম্যাজিক জাল আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮৫০০০ টাকা।
পরে আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার জানান ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.